দেখতে দেখতে বিদায়ের বেলা হল
দুয়ারে দাঁড়ায়ে বিদায়ের অমানিশা;
হৃদয়ের অভ্যন্তরে জ্বলছে অনল
এবার ছিন্ন হবেরে মোর ভালবাসা।
দু-নয়নে মোর বারি ঝরে ঝর ঝর
আঁখি জলে কপোল ভিজে যায় এখন;
এ এমন যেন নোনা জলের সাগর
ছিন্ন হলরে মোর মায়ার বন্ধন।


দাও হে বিদায় রেখো না গো ধরে আর
ডাকছে মোরে বাড়ায়ে হাত পরপার।
বিদায় বেলা ফেলো না গো চোখের জল
হাসিপূর্ণ মুখে সাজায়ে দাও আমারে;
হাসিতে জীর্ণ তরী ভাসাই হে সবল
রেখে শত স্মৃতি মায়াবী ধরা মাঝারে।



# আমার পরিচিত এক বৃদ্ধের মৃত্যু লগ্নকে স্মরণে এনে কবিতাটি লেখার চেষ্টা করেছিলাম। আজ আবার আমার পরিচিত একজনের মৃত্যু বার্ষিকী, তাঁর স্মরণে আমার ক্ষুদ্র প্রয়াস এখানে প্রকাশ করলাম।।