বীরের বেশে তারার দেশে
যাবি ছুটে আয়রে-
যদি করবি শাসন বিশ্ব,
গোঁড়ামি সব ছাড়্ রে।
মুক্ত মনে ভাবতে শিখে
বাঁধার পাহাড় ভেঙ্গে-
প্রবল বেগে ছুটবি ধেয়ে
এই পৃথিবীর সঙ্গে।
যেসব তোরে পিছু টানে
দে ছেড়ে দে তারে,
জ্ঞান অর্জনে বাঁধ সাধে যে
ফ্যাল্ ভাগাড়ে ছুঁড়ে।
অন্ধ যেজন সন্দেহ তার
মনের মাঝে থাকে
প্রমাণ করে পথ চলে সে
লাঠির আগায় ঠুকে।
বিশ্বাস থাকুক মনের কোণে
প্রমাণ থাকুক হাতে
মেনে নেওয়ার আগে যেন
মন থাকে ঠিক তাতে।
চলতে পথে আঁধার নামে
ঝড়ও কভু ওঠে
পায়ের তলায় কাঁটাও বিঁধে
মাথায় তপন ফাটে।
এসব যদি আলিঙ্গনে
বাঁধতে পারিস তবে
শেষ হাসিটা হাসবি যে তুই
মাথা উঁচু রবে।