বহুদিন পরে বিরহের বুঝি হলো অবসান
অসীম ক্ষমায় পেয়েছি গো শান্তির সন্ধান।
প্রাণের শান্তি খুঁজেছি বাহিরে তৃষার্ত চোখে
বারবার তাই মুষড়ে পড়েছি মোহভাঙা শোকে।
অবশেষে হেরি অন্তর মাঝে লুকায়ে সে ধন
যার তরে হায় দিগন্তে হেঁটে ক্লান্ত চরণ।
অন্তরে আছে অন্তর-ধন, চাপা মোহজালে
বাঁধন কেটে মুক্তি হরষে সিক্ত আঁখি জলে।
সজল নয়ন ধুয়ে দিলো অতীতের অভিশাপ
পরম শান্তি দিলো মুছে সবটুকু পরিতাপ।