বহুদিন ভালবাসাহীন বেঁচে আছি।
রাতের শরীর বেয়ে ঝরে শিশির
প্রত্যুষে ঘাসের ডগায় মুক্তোদানা যেন
ক্ষণিকে হরষ জাগিয়ে নিমিষে মিলায়
অতি অল্প প্রাণ, রবিপ্রেম অসহনীয়
তবু পায় সে প্রেম, সামান্য তবে সম্পূর্ণ।
বহুদিন ভালবাসাহীন বেঁচে আছি।
কুয়াশার চাদরে মুড়ে থাকে পৃথিবীর পাড়
পূর্ণিমার আলো ম্লান লাগে
প্রেমালোর পরশ পায় ভিজে মাটি ধূলোকণা
অবসানের ভয় থাকে প্রাতের বেলা
তবু সবটুকু শুষে নেয় পরম প্রেমানন্দে।
বহুদিন ভালবাসাহীন বেঁচে আছি।
হলুদ প্রেমে মাতে মধুপ সরিষার মাঠে
যতকাল প্রাণ আছে প্রসূন অন্তরে
অকৃত্রিম প্রেমে অকৃপণ থাকে
প্রকৃতি প্রেমলীলা দানে আনে প্রশান্তি নয়নে
যার যতটুকু আছে দেয় তার নিঃশেষ অধিকার।
আমি শুধু প্রাণ শুকায়ে মরি, কেননা
বহুদিন ভালবাসাহীন বেঁচে আছি।


২৮/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।