তোমার বিনুনি বাঁধা চুলের ভাঁজে
লুকিয়ে রয়েছে মোর উদাসী মন
আহারে না পাই খুঁজে আসে না বুঝে
কি করে তারে এখন করি শাসন।


যদি খুঁজে পাই কানে ধরে বসাই
আবার পালায় সে কাজল নয়নে
হাসির আড়ালে লুকায়ে ফেলো তারে
আমি শ্রান্ত হয়ে ফিরি আনমনে।


মন নিয়ে যাও হে খেলো তার সাথে
আমারই সাক্ষাতে ও পশ্চাতে
আমার শূন্য হিয়া অঝোরে কাঁদে
পড়ে তোমার নিষ্ঠুর ছলনাতে।


২৫/১১/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা