ছল্ ক'রে যদি দূরে যাই চলে
ভাসবে কি প্রিয়ে সজল নয়নজলে?


গাইবে কি প্রিয়ে বিরহের গীতি
তোমার পরাণে উছলিবে কি গো নদীরূপে প্রীতি
রজনী গভীরে যখন একাকী শয়নকক্ষে রবে?


উদাসীন হয়ে চলিবে কি পথ
ফিরে পেতে মোরে করিবে কি হায় নতুন শপথ
উদয় শিখরে নব জাগ্রত রবির কিরণ মেখে?


৯/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।