তিলে তিলে সবে নশ্বর ভবে গড়ে তোলে ইমারত;
কেন ভুলে যায় কারো কিছু নয় যদি থেমে যায় রথ।
সেইদিন ওরে যেতে হবে ছেড়ে দুনিয়ার সম্পদ-
যেইদিন হায় ফুরাবে সময় গলেতে মরন ফাঁদ।
রবেনা তো আর যা কিছু তোমার নিজস্ব মনে কর;
মিছে ভাবনায় ডুবে দুনিয়ায় কিসের অহং কর!
এই যে জীবন নদীর মতন প্রবাহিত নিরবধি-
কোথাও না রয় সাগরেতে ধায় সময়ের শেষাবধি।
হায়রে মানুষ হয়েছো বেহুঁশ করছো কী কাজ ভবে,
সব জেনে বুঝে কেন চোখ বুজে এমন অন্ধ হবে?
ভেবেছ কি মনে? প্রতি ক্ষণে ক্ষণে যা কিছু করছো জড়;
সব হবে ফাঁকি যত হাঁকাহাঁকি হিসাবের গড়োবড়ো।
কর কার ক্ষতি জানো কি নিয়তি কি আছে দিনের শেষে?
অপরের ক্ষতি অল্প কি অতি পাবে জ্বালা সম বিষে।
ভেবেছ কি মনে গভীর গোপনে কুকর্ম রবে ঢাকা?
কারে কত দিলে কতখানি পেলে হিসেব রয়েছে পাকা।
সহজ জটিল সরল কুটিল সবাকার হবে ছুটি-
দিন যবে হবে বাকি নাহি রবে হিসাবের খুঁটিনাটি।
শেষের বেলায় যত হায় হায় লাভ কিছু হবে নাকো
সময়ে যদি না সত্য সাধনা জানতে বুঝতে শেখো।