ওগো সুহাসিনী রহস্য তোমার স্বভাবজাত
আমার কী আর সাধ্য এতই এই রহস্য বুঝতে পারি?
বিছায়ে দিয়েছ ইন্দ্রজালের অসীম সোপান
যত হেঁটে যাই শেষ নাহি পাই, উপায় কি তার জানতে পারি?
হাসির আড়ালে বেদন লুকিয়ে কেন কথাহারা?
আমি কি গো তবে কষ্টের বীজ অকারণ অন্তরেতে বুনি?
হে মায়াবতী গোলক ধাঁধার করো সমাধান
অসীম অপার প্রতিপল মোর, কাটে না সময় প্রহর গুনি।
অপরাধ যদি হয় কিছু মোর বলো বলো সখি
আপন ভুলের মাশুল গুনিতে সদা প্রস্তুত রয়েছি আমি।
কী ব্যাথা তোমারে বিবশ করেছে বলো একবার,
তোমার দহন আমারে দহিছে ক'রে অঙ্গার হৃদয় ভূমি!


৩/১২/২৩ ইং, ধানমন্ডি, ঢাকা