আমার সকল অভিযোগ প্রভু
ধূলায় লুটাক আজি।।
কী চেয়েছি আর কী পেয়েছি তার
হিসাবে নই গো রাজি।।


মোরে নীরব করে দাও হে প্রভু
গভীর রাতের মত,
তাণ্ডব শেষে বৃক্ষ যেমন
মস্তক অবনত;
তেমনি নীরব-নত করো মোরে,
উঠি নব রূপে সাজি।।
আমার সকল অভিযোগ প্রভু
ধূলায় লুটাক আজি।।


বেদন-ব্যাথায় ভরে ওঠে মন
কভু হলে আশাহত,
চেয়ে না পেলে হে, জাগে অভিমান,
বিলাপে হই গো রত;
কত কিছু দাও না চাহিতে প্রভু
তবু আরো বেশি যাচি।।
আমার সকল অভিযোগ প্রভু
ধূলায় লুটাক আজি।।


বাসনা আমার পূর্ণ করো প্রভু
দাও অমৃত সুধা,
পার্থিব আশা মুছে ফেলো প্রভু
জাগাও তোমার ক্ষুধা;
জগতের সুখ-প্রেম-জ্বালা-দুখ
ঘুচুক বেদনারাশি।।
আমার সকল অভিযোগ প্রভু
ধূলায় লুটাক আজি।।


২২/৩/২৪ইং, মো.পুর, ঢাকা।