আমি জানি, কেন তুমি গত নিশি
জেগেছিলে নির্ঘুম চোখে
আমিও কি জেগে রাত্রি করিনি পার?
আমি জানি, উৎসুক মনে কি উৎকন্ঠা -
আমারও কি ছিল না তা!
শুধু একবার যদি বলতে, এখনো জেগে?
ইস্ দু-একটি শব্দের তরে কী ব্যকুলতা!
হায় কী গভীর তৃষায় রাত পোহালো!
এভাবে আর কত রাত কত দিন-
বাসনার ফুল শুকাবে এ বুকের ফুলদানিতে?
চলো না দুজনে ভেঙে ফেলি দ্বিধার দেয়াল
জমে থাকা না বলা কথার ফুলঝুরিতে।