হাত বাড়ালেই ছোঁয়া যায় যাকে
তার পানে আঁখি চায় নাকো ফিরে
পরিমাপহীন দূরত্ব বাড়ে
হৃদয় থেকে হৃদয় গেলে সরে।
দূর হতে দূরে আরো বহুদূরে
অজানা সুখের মোহের আঁধারে-
যেখানে সুখ প্রাপ্তির অসুখ
অবুঝ হৃদয় তাড়া করে ফেরে-
সেখানে গড়েছ বসতি তোমার
সুখ অসুখের তফাৎ না বুঝে
জেনো সুখ চেয়ে সোয়াস্তি ভালো
পারো যদি তবে, নিও তারে খুঁজে।