এই প্রভাতে তোমার আলোয়
উঠলো ভরে আমার এ ঘর।
এই প্রভাতে দখিন হাওয়ায়
জাগলো সাড়া প্রাণের 'পর।
এই প্রভাতে কয়েক ফালি
রবির কিরণ উঠলো হাসি ;
সেই হাসিতে উঠলো হেসে
মনের কোণের দুঃখরাশি।
ভাঙলো আগল জাগলো পরাণ
ভাসলো হৃদয় সুখের বানে
বাঁধভাঙা বান্ ভাসায় যেমন
বাঁধনহারায় সকলখানে।
এই প্রভাতে পাখির ডাকে
ফুটল যে ফুল কানন বাগে
এই প্রভাতে মেললো ডানা
প্রজাপতি আপন রাগে।
হাসলো আকাশ ছুটলো বাতাস
বইছে নদী খলখলিয়ে
প্রাণ পেয়েছে প্রাণের নাগাল
বিজন বেলায় প্রেম ছড়িয়ে।