একি দাবদাহে মাথা ঘুরে যায় তৃষ্ণায় ফাটে বুক!
অবসাদ নামে সারাদেহ জুড়ে মরুছবি আঁকে মুখ।
ঘাম হয়ে ঝরে দেহের রক্ত লোমকূপ ভরে নুনে-
ক্লান্ত চরণ জ্বলে গেছে যেন কোনো তপ্ত উনুনে।
অসহ্য তাপে পুড়ে অঙ্গার এ মাটির দেহ মোর
সব ছেড়েছুঁড়ে মন চায় খুঁজি শীতল স্নেহের দোর।
আহা উত্তাপ বেড়ে চলে শুধু দাউদাউ চারিপাশ
ওষ্ঠাগত এ শুষ্ক পরাণ করে শুধু হাঁসফাঁস।
তবু ছুটে চলি জীবিকার খোঁজে মাথা' ঘামে ভেজা পায়ে;
প্রয়োজন যেথা হা করে থাকে সেথা সব যায় বিকায়ে।