এই কাগুজে স্বাধীনতা কে চায়?
দিবসের মোড়কে ঢাকা এমন স্বাধীনতা কে চায়?
যেখানে জল হয়ে ঝরে রক্ত
একথাল ভাতের জন্য যাদের দিনরাত এক হয়ে যায়
এক টুকরো মাছ এক টুকরো মাংসের চাহিদা
যখন মার খেয়ে পড়ে থাকে রাস্তায়
তখন এই পোশাকি স্বাধীনতা কে চায়?
মেহনতি মানুষের একমুঠো ভাতের স্বাধীনতা চাই,
এক টুকরো মাছ, মাংসের স্বাধীনতা চাই।