দাও ফিরিয়ে সোনার জীবন
দাও ফিরিয়ে সোনামাখা সোনালি শৈশব
রামধনুকের রং মাখিয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।


যেথায় শিশু হাসবে খেলবে
নাচবে গাইবে ফুলের মত ঢলে ঢলে হে
আনন্দেতে ঢেউ খেলিয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।


যেথায় আকাশ মিশবে ধূলায়
ঝরা পাতায় নূপুর বাজায় পায়ে পায়ে হে
সুরে-ছন্দে প্রাণ ভরিয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।


যেথায় উর্মি আঁচড়ে পড়ে
পরম প্রেমে চরণ চুমে জনে জনে গো
দিগন্তেরই হিম ছড়িয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।


যেথায় সবুজ হাওয়ায় দোলে
চির যৌবন বক্ষে ধরে গাঁয়ে গাঁয়ে গো
সোহাগ চাদর দেয় বিছিয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।


যেথায় ভ্রমর গুঞ্জরণে
পাখির কুজন ভরায় ভুবন বনে বনে রে
সুখের দুখের গান শুনিয়ে।।
দাও ফিরিয়ে দাও ফিরিয়ে।।