সারা দিনের ঝুম বৃষ্টির পরে
আজ গোধূলির আকাশে আগুন জ্বলেছে
গাছের পাতারা সেজেছে পোড়া মাটির রঙে
আমার বারান্দায় দুটি চড়াই মেতেছে চড়ুইভাতির সুখে
পাশের জলাশয়ে ভেকের দল হয়েছে মুখর
যে যার মতো লাফিয়ে পড়ছে মধ্যমঞ্চে
এ যেন ওদের নগরকীর্তনের মেলা
আমিও আজ ওদেরই সাথে সমান সুখে
উচ্ছ্বসিত-উদ্বেলিত-আনন্দিত খুব....
অনেক দিনের অনেক আঁধার
মনের পর্দায় জমে থাকা মেঘের পাহাড়
ধুয়ে-মুছে দিল একটু পরশ তোমার
সবে জ্যেষ্ঠ, বর্ষা আসেনি তবু ঘরের পাশের
কদম গাছে আজই ধরেছে প্রথম কদম ফুল
ও যেন ফুটেছে আমারই তরে
আমারই প্রাণের আবেগ মিশেছে
ওর হলুদ বরণ কেশে....
এ সময় যদি থমকে যেত
তমশা যদি না ঘনাত মোর চোখে
তবে সুখের সাথেই বসত হত দুঃখ যেত ঘুচে।