কানে কানে কি কথা যে তুমি মোরে গেলে বলে
বাতাসে বাতাসে তার মধুর ধ্বনি উঠেছে বেজে।।


যেসব কথা মনের কোণে যত্নে রেখেছি গোপনে
সেসব আজি পাখা মেলে উড়ে চলে দূর অজানে
শোনে না তো নিষেধ-বারণ সারাবেলা রং ছড়ালে।।


আষাঢ় ধারায় উন্মত্ত প্রান পাগলের প্রায় ওঠে নেচে
সাতরঙা মন বিলাস বিভোর স্বপ্নে ভেসে প্রেমে বাঁচে
চঞ্চল এ মন, ও মন ছুঁয়ে হঠাৎ কোথায় উধাও হলে।।