ঊষালগ্নে রঙিন আভায়
খুঁজেছিলাম একটি মুখ
লক্ষ ব্যাথার জীবন খাতায়
যে এনেছে হঠাৎ সুখ।


ভাবিনি তো পৌঁছে যাবে
অস্ফুট এ মনের ডাক্
কাব্য করে বলব ভাবি
আবার ভাবি এবার থাক্।


হয় যদি-বা সুযোগ কখন
বলব না-হয়, ইচ্ছে সেই!
না হলেই বা! মনের গোপন
থাকুক না-হয় গোপনেই!


উৎসর্গ : আমি যার কবি মানুষ!