আমারে সুধায়ো না কেমন আছি
যেমন থাকার কথা তেমনই আছি
ক্ষণে ক্ষণে হাসি আর ক্ষণে কাঁদি
কভুও শুকায় ধারা কভু হাতে মুছি।


হাজার প্রশ্ন পরাণের গোঠে
জবাব না পেয়ে গুমরে গুমরে ওঠে
পায় না চরণ, কোথা মাথা ঠুকে?
আনমনে বসি ব্যাথার সমাধি রচি।


কে জানিত বলো বরনের মালা
ফাঁসি হয়ে গলে বাড়াবে বিষম জ্বালা
পাগলের ন্যায় প্রলাপ করিয়া
বিরহী হৃদয়ে বাঁচার তাগিদ খুঁজি।