সময় যেন থমকে গেছে কাকডাকা দুপুরে!
মাছরাঙাটি মাছের লোভে একদৃষ্টে পুকুরে।
মাথার ওপর তপ্ত আকাশ, মলয় সে নিরুদ্দেশ।
জলে ভাসা- পাতা ঝরা হিজলের ডাল বিশেষ;
খানিকটা তার জলের ওপর বাকিটা তার নিচে-
তার উপরে মাছরাঙা বসে ওত্ পেতে আছে।
স্থির চোখে অধীর হয়ে জলের পানে চেয়ে -
একটি মাছের আশা যে তার বাড়ছে যেন ধেয়ে।
হায়! অপেক্ষা বাড়ে শুধু, মাছের পায় না দেখা
বিরাট পুকুর শূন্য দুপুর মাছরাঙাটি একা।
এমন সময় কোথা থেকে এক পানকৌড়ি এসে
মৃদু উষ্ণ পুকুর জলে বেড়ায় ভেসে ভেসে
স্থির জলে তরঙ্গ তুলে ডুবের পরে ডুব-
দেখেশুনে সব, মাছরাঙা হায় নির্বাক নিশ্চুপ।
একের পর এক মাছ ধরে খায় পানকৌড়িটি সুখে
মাছরাঙাটি উড়ে চলে নিরাশ বাঁধা বুকে।
হায় মাছরাঙা! রঙিন মাছরাঙা চললে হতাশায়
অন্য কোথাও মিটবে আশা এক অন্য জলাশয়।