যদি আঁখি তব জ্বলে ওঠে অগ্নি রোষে
তবে মারো লাথি পাষণ্ডের অণ্ডকোষে;
উন্মাদ পশুর ভেঙ্গে ফেলো বিষদাঁত
জন্মের মতো মিটাও অশালীন সাধ।
নরাধম রুধিতে জেগে ওঠো রমণী,
বিদ্রোহী রক্তে জাগুক শিরা ও ধমনী-
আর নহে নিরবে নিভৃতে অশ্রুপাত
ধর্ষিতা হয়ে আত্মহুতি, বিনিদ্ররাত।


হিংস্র জানোয়ারের লোভাতুর চোখে
অন্ধকার ঘনাও সেফটি পিন ঠুকে।
অনন্ত প্রেমময়ী তুমি অবলা নও
প্রয়োজনে রণভূমে বিনাশিনী হও।
নগ্ন পিশাচের রতিশক্তি নেবে কেড়ে
লালসার শৃঙ্গ যেন সর্বভুকে পোড়ে।