জীবন দেখেছো তুমি? দেখেছো জীবনের রং?
জীবন দেখেছি আমি। সাদা-কালো বিচিত্র জীবন।
জীবন দেখেছি আমি হতভাগ্য স্বামীর দীর্ঘশ্বাসে-
যার সহধর্মিণী অন্য কারো শয্যা সঙ্গী তারই অক্ষিসমুখে
যখন সে দেখে অভাগিনী বিবেকের সবটুকু নির্যাস ঢেলে দেয়
তার-ই চিকিৎসার ব্যয় ভার যোগাতে,
তার-ই অবুঝ শিশুর মুখে দুধের বোতল ধরতে-
তখন চোখে ঝরে রক্তের অশ্রু বারি
বুকে দাউ দাউ করে জ্বলে ভিসুভিয়াসের জ্বালামুখ
জীবন দেখেছি তার ঐ লহুর স্রোতে
জীবন দেখেছি চিরদিনের কলঙ্কিত লজ্জানত রমনীর
কঠিন পাষাণ হয়ে ওঠার অগ্নি স্রোতের তাণ্ডবে
যখন সবটুকু মান-অভিমান ‌ব্যথা-বেদনা জমে জমে
শিলার স্তুপে রূপান্তরিত হয়, চোখের ভরা নদীতে খরা আসে
তখন সব ছাপিয়ে কাঁচা মাংসের মূল্যই মুখ্য হয়।
টাকার গন্ধ হয় আপনার চাইতে আপন।
জীবন দেখেছো তুমি?
জীবন দেখেছি আমি। হরেক রকম জীবন।


জীবন দেখেছি যার পরনে নোংরা কাপড়,
কাঁধে ঝোলানো থাকে তালি দেয়া মস্ত বস্তা
যে শহরের অলিতে-গলিতে ঘুরে বেড়ায়
সেই সাত বছরের টোকাই ছেলের করুণ চোখে-
যে জানে না তার জন্ম রহস্য, অজ্ঞাত পিতা-মাতার পরিচয়;
জন্মে যে নিজেকে আবিষ্কার করেছে ডাস্টবিনের আবর্জনায়;
ফুটপথ তাকে আপন করেছে আপন মহিমায়।
জন্মে যে বেজন্মা হলো তোমাদের সমাজের চোখে
জীবন দেখেছি তারই বেঁচে থাকার বিরামহীন যুদ্ধে।
জীবন দেখেছো তুমি?
জীবন দেখেছি আমি। হরেক রকম জীবন।


চলবে.....