চোখের নীরে ভাসিস নে আর   ভেঙে ফ্যাল্ তোর দেয়াল ব্যাথার
আঘাতের পর আঘাত করে     পাহাড় কেটে পাথর চিরে
যেরূপ বেরিয়ে আসে জল
                        ভাসায় সমতল-
তেমন করে দু'হাত দিয়ে     সব বেদনা কবর দিয়ে
অবিশ্বাসের পাষাণ কেটে     বাঁচার আশা বুকে বেঁধে
জীবনে নামা সুখের ঢল
                       ফুটুক শতদল।।


দুঃখ মিছে করিস্ নে আর    যা গেছে তা ছিল যাবার
শুকনো বীজটি মাটি ফুঁড়ে     নতুন প্রাণে বাঁচার তরে
যেমন করে মাথা জাগায়
                    জীবনের গান গায়-
তেমন করে জাগুক মাথা      নবীন প্রাণের গেয়ে গাঁথা
আয় নিরাশার অগ্নি নেভাই     জীবনের বীজ বুনে যাই
সত্যি যেন জীবন খাতায়
                     শান্তি লেখা যায়।।