এ কেমন তৃষা মোর বুকে জেগে উঠেছে,
এ কোন্ তৃষায় মোর পরাণ শুকিয়েছে!


কেবলি যা হায়, দূরে সরে রয়
তারে পেতে মন ব্যাকুলিত হয়
কে বুঝিবে ব্যাথা কোন্ বাসনায়
মন মোর আহা ডুবেছে।


প্রতীক্ষা করি দিবস রজনী
কেঁদে কেঁদে সারা তৃষিত পরাণী
তবু কি মিলিবে অমৃত বাণী
যা শুনিতে মন কাঁদিছে।


২২/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।