যে তুমি আমারে সুন্দর করে
                     সাজিয়ে দিলে
না জানি কত না সুন্দর তুমি
কেমনে তোমারে হেরিব নয়নে।।
বলো বলো সখা, বলো আমারে
তোমারে পাইবো কোন্ সে গুণে।।
আমি তো জানি না ওগো কিসে তুমি হও তুষ্ট
আমি দুরাচারি অতীব দুষ্ট
আমারে কী দেবে ঠাঁই তব রাঙা চরণে মরনে
তোমারে কী পাবো আমার পরাণে।।
কেন বারে বারে আমার দুয়ারে
কড়া নেড়ে নেড়ে যাও ফিরে ফিরে
হে চিরন্তন চিরদিন আমি অবোধ অতি
শুনতে না পাই ডাক প্রাণপতি
পদধ্বনি বাজে কেবল মম এ শ্রবণে-মননে
কেমনে হেরিব তোমারে নয়নে।।