সহজ কথা বলতে নারি সহজ করে
ভুল হয়েছে, ক্ষমা কর, বলি কেমন করে!
ভুল তো কিছু করি না ভাই, যা করি তার সবই ঠিক
ভাদ্র গেল আসবে আশ্বিন, আমি বলি কার্তিক।
আমি ভাই মহাজ্ঞানী, ভাবটি মোর যায় না মোটে
কথায় কথায় পরকে খাটো করতে মনে তুফান ছোটে।
কথায়-কাজে, চাল-চলনে খুঁজি লোকের দুর্বলতা
সুযোগ পেলেই লোক খেপাই, আমি ধোয়া তুলসী পাতা।
ভালো কাজে অনাচার দেখি, দুরাচারে পাই শান্তি
সকল ঘরে তুষাগ্নি আমি, ডাকি দুখের নিয়তি।
অপরের অপমানে সুখ ধরে না মনের ঘরে
নিজের মান ছিনাতে চাই গলা বাজিয়ে চিৎকারে।
আপন দেখি না কোনখানে পর যে আমার ভূবন ভরা
বন্ধু আমার কেউ তো নয়, শত্রু দেখি জগত জোড়া।
কারো ভালো দেখতে নারি শাপ-শাপান্ত সাড়া দিন
প্যাঁচের মাঝে সুখ খুঁজে পাই, সহজ বাড়ায় মাথার ঋণ।