রুদ্ধ দুয়ার খুলি' বাহিরে আসিলে যবে
হেরিনু তোমার ওই  রুদ্র মুরতিখানি
হেরিনু- চক্ষু ফাটি ঝরিছে অগ্নিরাশি
হৃদয়ে দহন ভারী শুনি তার মৌন বাণী
কিছু তার বুঝি যদি কিছু বুঝি না'ক হায়,
কেমনে জুড়াব জ্বালা মিলাইব প্রাণে প্রাণ
বরফ জমানো ব্যাথা কেমনে করিব জল
কেমনে থামাবো তায় বেদনে সাঁধে যে গান?
অসহায় আমি হায় পাথর প্রমাণরূপ
দাঁড়ায়ে করুণ মুখে নির্বাক নির্বোধ
একাকী ঝরের মুখে দিশাহারা পাখিসম
ভয়ে ভীত জড়সড় কার্যভোলা অবোধ।
কি জানি কেমনে তুমি নিদারুণ দশা মম
আপনি বুঝিয়া শেষে কাঁদিয়া জড়ালে মোরে
জুড়ালে আপন ব্যাথা ভাসিয়া অশ্রুজলে
আমারো মিলালে সুখ অতুল অবাক ঝরে।