কবর হতে বলছি, কান পেতে শোনো
এখনো সময় আছে সাবধান হয়ে চলো।
প্রকৃতি কাউকে ক্ষমা করে না
তুমিও পাবে না ক্ষমা হলে উচ্ছৃঙ্খল
সে যে নেবে তার প্রতিশোধ।
পরিবার পরিজন আত্মীয় স্বজন
কারো নেই ক্ষমতা ধরে রাখে তোমারে,
সকলেই দূর্বল সবেতেই নির্বল অসীম শক্তিধারীর সমুখে-
তাই বলছি শোন, সাবধান হয়ে চলো।


কবর থেকে বলছি, ধ্যান ধরে শোনো
মুখে কলুপ এঁটে মৌন হও অযথা প্রলাপ বোকো না,
থাকো রুদ্ধদ্বারে নিয়মের করিডোরে।
অযৌক্তিক বাহাদুরি দেখাতে যেও না
রণত্যাগী হয়ে যদি জয়ী হতে পারো তবে
সমরে সমূলে বিনষ্ট কেন হবে?
শোনো, কান খুলে শোনো; শান্ত হও,
হও ধীর স্থির। ঘরে ফিরে চলো
নচেৎ বিভীষিকাময় আন্ধার হবে পুরষ্কার
আমারই মতো।
তাই বলছি, সাবধান হয়ে চলো।