আমার হৃদয়ের অন্তঃপুরে দাও প্রেমের বীজ বুনে-
যেন সব মানুষে বাসতে পারি ভাল তব প্রেমের গুণে।


তব পবিত্র ঐ প্রেম আলোতে বিধি, প্রজ্বলিত হোক
মম অন্তরের অন্ধকার আর ব্যথা বেদন শোক;
যেন সবার দুখে কাঁদতে পারি আর হাসি সবার সুখে-
যেন বিভেদ ভুলে ভুবন ভরি প্রভু, প্রেমের গানে গানে।


পায়না খুঁজে দিশা অলীক মোহ ঝড়ে বেদনাহত মন
কেবল তুমি বিধি মম প্রাণের নিধি, করো উত্তরণ।


তব শুভ্র শুচি সত্য বানী বিধি, আসুক প্রাণে মোর
মম অন্ধ মনে' বন্ধ দ্বারে যেন আসে আলোর ভোর;
এই মিনতি শোনো প্রেমে হৃদয় গড়ো হিংসাদ্বেষ টুটে-
ঘুচে যাক্ নিরাশা বাঁচুক ভালবাসা মানব প্রাণে প্রাণে।