আমি নিয়ত তোমাকে খুঁজে ফিরি
আমার মনের ঘরের বারান্দায় -
যেখানে পাখিরা জানালার গ্রিলে ব'সে
নিয়মিত মিষ্টি সুরে শুনিয়ে যেতো গান;
ফালি ফালি রোদ হেসে খেলে যেতো-
প্রজাপতির রঙ্গিন ডানায় ভর করে।
এখনো অপরাজিতার লতা জড়িয়ে আছে
পাঁজরের হাড়ে তৈরি খুঁটিতে খুঁটিতে,
ফুটে আছে অজস্র ফুল, দীর্ঘশ্বাসের
বাতাসে দোলে তারা; সেই একই রং।
শুধু অপরাজিতার রঙের মানে-টা বদলে গেছে।
এখনো পাখিরা আসে, বিক্ষিপ্ত ওড়াউড়ি শেষে
ডানা ঝাপটে মলিন মুখে ফিরে যায়।
প্রজাপতির পাখা ছাই বর্ণ হয়েছে
রোদের পরশ মাখাবার ইচ্ছা লুট হয়েছে তার।
যে পাখিটা তুমি পুষেছিলে পরম যত্নে,
যাকে তুমি প্রেম ব'লে ডাকতে-
সে আর চোখ তুলে তাকায় না। চোখ খুললেই-
তীব্র রোদ্দুর তাকে ঝলসে দেবে সেই ভয়ে।


১/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।