ভোরের আলো উঠলো ফুটে
পুব আকাশে হেসে
এখনো কে ঘুমের রাজ্যে
মধুর স্বপ্নে ভাসে!


ঊষার রবি বলছে ডেকে
ওঠো ওঠো সখি
কেমন শোভা গগনতলে
দেখো মেলে আঁখি।


হিমেল হাওয়া সঙ্গোপনে
চোখের পাতা চুমে
এমন সময় কেমন করে
রও গো তুমি ঘুমে?


গাছের আড়ে পাতার ফাঁকে
একটি হলুদ পাখি
দেখো কেমন করুণ সুরে
করছে ডাকাডাকি?


সেও একা আমিও একা
সঙ্গীহারা থাকি
এমন প্রভাত বিফল যাবে!
দুঃখ কোথায় রাখি!