মন ভরে আজ চাই গাইতে যে গান
ছুটে যেতে চাই আমি দিগন্তে দিগন্তে
বলিতে মনের কথা ব্যাকুল পরাণ
বাঞ্ছা করি হেরি ধরা নয়ন জুড়াতে।
চার দেয়ালে বন্দিত্বে বিষন্ন হৃদয়
ভারাক্রান্ত ক্ষীণ চিত্ত হরষ বিহীন
বুকে ওঠে ব্যথা ভরে প্রতি পলে হায়
সইতে না পারি জ্বালা আমি দীনহীন।


নহে আর হাহাকার ছুটবো এবারে
যাব আমি তেপান্তর সুখের সন্ধানে
টুটাবো গৃহ বন্ধন ভুলবো ব্যথারে
ভাসবো সুখের বানে মনের অঙ্গনে।
সমুখে পথের দিশা পেলাম নাগালে
ভাঙ্গা হৃদয় জোড়াবো স্বাধীন সলিলে।