মুক্ত বিহঙ্গ আমি মুক্ত বিহঙ্গ
উড়ে চলি ডানা মেলে, চাই না কারো সঙ্গ।।


ছুটে চলি দিগ্ দিগন্তে
শুরু হতে শেষের প্রান্তে
হাসি খেলি নিজের মতো, কত করি রঙ্গ।।


কে-বা থাকে কে-বা হারায়
কে গো বাঁধে ভালবাসায়
থাকি আমি নির্বিকারে, স্বপ্ন হলেও ভঙ্গ।।