সব থেকেও কিছু নেই,
এই রাত্রি জাগায় সুখ নেই।
আমার একলা আকাশ-
সেখানে চাঁদ নেই;
তবু কল্পনায় ঘাততি নেই।
চোখের পাতায় ঘুম নেই,
এই ইট পাথরের শহরে
হেমন্তের গন্ধ নেই।
আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই।
রাতের বেলা রংধনুটার বালাই নেই।
সব থেকেও শূন্যতার কমতি নেই।



#বি.দ্র. হেমন্তের কোন এক রাতে রচিত।