আমি নিতিদিন পাপের ধারায় ভেসে ভেসে যাই
তবু ভালবেসে প্রভু মোরে তব পদে দাও ঠাঁই।।


ওগো অনুভবে হই না যে কভু অনুতাপী আমি
তবুও প্রেমের মূর্ত প্রতীক কাছে টানো তুমি;
এমন শীতল ছায়াতল যে কোথাও না পাই।।


আমার আঁধার নিলয়ে সখা হে দীপ জ্বেলে দাও
এবারে বিষম বজ্র আঘাতে জ্ঞানেতে ফিরাও;
সকল বাঁধন টুটি যেন হায় তোমাতে মিলাই।।


দেহ-তনু-মন দহন জ্বালায় জ্বলে পুড়ে যাক
রিক্ত পরাণি বেদনা সিক্ত হয়ে ডুবে থাক
এই নিবেদন শুধু প্রাণধন, নাহি কিছু চাই।।