আষাঢ় মাসের বাদল ধারার মত
মুখরিত হোক জীবনের অলিগলি
জল তরঙ্গে বেজে উঠুক সে সুর
যে সুরে নাচে গো সুখের পক্ষীগুলি।


কদমের শাখে যেমন পাতার ফাঁকে
হলুদ কদম, বৃষ্টি পরশে ফোটে -
হাসির ঝিলিক তেমনি ছড়ায় যেন
আজকে তোমার গোলাপ রাঙ্গা ঠোঁটে।


সারাটা দিনের ঘন বর্ষণ শেষে
যেমন শান্ত সুনীল আকাশ ভাসে,
তেমন শান্ত তোমার গহীন চোখে
চির সুখরবি আজ ওঠে যেন হেসে।