প্রেম নাকি ধীরে মুছে যায়?
যে কন্ঠ হৃদয়ে কাঁপন ধরায়
কোনো এক অপূর্ব আবেশে-
সে কন্ঠ নাকি একটা সময় পরে
ভীষণরকম কর্কশ শোনায়?
রাতের পর রাত জেগে-
যে স্বপ্ন চোখে আঁকে
যে প্রেমাবেগের আলাপ জুড়ে বসে দুজনে
তা-ও নাকি কোনো একদিন-
খুব সস্তা মনে হয়?
সত্যিই কি তাই?
সব কিছুই কি হৃদয় মুছে ফেলতে পারে?
অবুঝ মন কি সহসাই বুঝমান হয়ে ওঠে?
সে কি চায় না জানতে-
প্রিয় মানুষটি এখন কেমন আছে?