অদৃশ্য এক প্রেমের লতিকা জড়ায়ে ধরেছে গলে
যত সরে আসি তত যেন বাঁধে অজানা ব্যাথার ছলে।
আমার এ মন উতলা ভীষণ তাকে পেতে চায় হায়
আমি বলি না না, ও মুখে চেয়ো না, পাছে মুখ পুড়ে যায়।
শোনে না বারণ-নিষেধ-শাসন দুরন্ত বাড় বাড়ে
আষ্টেপৃষ্টে জড়ায়ে ধরেছে কোনো কিছুতে না ছাড়ে।


২৯/১১/২৩ইং, মোহাম্মদপুর, ঢাকা।