আমি যার তরে কাঁদি
বেদনার বীণা বাঁধি
সে আমার মন নাহি জানে
বুঝালে বোঝে না হায়
অসীম অলীকে ধায়
বিফল মোহভরা নয়ানে।।


আমি ভেবে ভেবে সারা
পরাণ পাগলপারা
সে বিধিনিষেধ নাহি মানে
প্রেম চেয়ে কেঁদে মরে
প্রেম নাহি প্রাণে ধরে
কেবল বুক ভরে বেদনে।।