কে গো তুমি প্রেমময়ী, এসেছো ঝরের রাতে
কী সুখ হে পাবে বলো জড়ায়ে এ বেদনাতে?
আমার জীবনে ঝড়, সে শুধু আমার থাক্
তুমি কেন মিছেমিছি রয়েছ বাড়ায়ে হাত?
সমব্যাথী হতে চাও? মিছে হেসে চলে যাও ;
এর চেয়ে বেশি কিছু চাই না গো জেনে নাও।


বলেছি সেদিন এতো, শোনোনি তো কোনো কথা
নীরবে সংগোপনে জেনে নিলে সব ব্যাথা।
কথার জাদুতে তুমি একে একে ভুলালে গো...
বিরহ বেদন জ্বালা হাসি দিয়ে জুড়ালে গো।
এতো প্রেম এতো প্রাণ এতো হাসি এতো গান
কোথা হতে পেলে তুমি, দাও মোরে সন্ধান।
আমিও হাসতে চাই, হেসেই মরতে চাই
নয়তো তুমিই থাকো, তোমাতে বাঁচতে চাই।