হৃদয় আমার হারিয়ে এলাম অচেনা পথের বাঁকে
বন্ধনহারা জীবনের পথ মিলে গেল ওই ঘাটে।
মুখোমুখি বসে দু'জনে পলকে চোখের আড়াল ফেলে
পলকের দেখা, ঝলকের হাসি নিমেষের দোলাচলে
ক্ষনিকের তরে দু-একটি কথা যে ছাপ্ ফেলেছে মনে
বারবার যেন কর্ণ-কুহরে শুনি তাই ক্ষণে ক্ষণে।
প্রথম দেখার মধু অনুভব চিরকাল রবে মনে
প্রার্থনা এই- এ সুখ সঞ্চয় না হারায় জীবনে।