এলো প্রভাত নতুন দিনে
নরম আলো লয়ে
উত্তর বায়ু এলো ছুটে
হিমেল পরশ হয়ে।


এমন প্রাতে কার মনে গো
দুয়ার গেল খুলে
হলুদ গোলাপ উঠলো ফুটে
লাল গোলাপের ভুলে।


ভুল তো নয়, হলুদ ভালো
কেশবতীর কেশে
কুসুম রাঙা শাড়ীর সাথে
কুসুমী রোদ হাসে।


সেই হাসিতে গুনগুনাগুন
ভ্রমর আসে ছুটে
আনন্দে তাই হাস্যময়ী
প্রসূন হয়ে ফোটে।