উষা কালে রাঙা রবি কী আভা ছড়ায়
আঁখি মেলি দেখ চাহি তম যে লুকায়।।


হিম বায়ে বহে ধীরে চমকিত গাঁ'য়
পাখি ডাকে শাখে শাখে মধু গীত গায়।


মুক্তো কণা হাসে যেন ঘাসের ডগায়
খুশি যেন ধরে না গো বিটপী লতায়।


ফুলে ফুলে রঙে ঘ্রাণে মাধুরী বিলায়
সুধাচোর মধুকর প্রষূণে লুটায়।


জেগে ওঠো আজি প্রাতে ফাগুন বেলায়
সুরে সুরে ভরে তোলো আনন্দ ধরায়।