আমার ছিলো বেদন মাখা কুঞ্জবিথী
শুকনো পাতার মর্মর যেথা দিবা-রাতি
ভীষণ কোনো দুঃখবোধে উঠতো কেঁদে
ব্যাথাগুলো দু-হাত দিয়ে রাখতো বেঁধে
শীতের পরশ থাকতো যেন সকল সময়
স্বপ্ন কুঁড়ি কেবল হেথায় জীবন হারায়
তপন তাপে কোমল তৃণ পড়তো ঢলে
চাঁদটা যেন মুখ লুকাতো মেঘাচলে
হঠাৎ তুমি কোথার থেকে কেমন করে
মরুর বুকে বৃষ্টি হয়ে পড়লে ঝরে
শূন্য নদে জোয়ার এলো তোমার কথায়
কোন্ জাদুতে হৃদয় দিয়ে ছুঁলে হৃদয়।


২১/১১/২৩ ইং