বাঁধন খোলা নায়ের মত
ভেসে ভেসে যাব
যে ঘাটেতে বাঁধবে আমায়
সে ঘাটেতেই রবো।।


আছে কেবা সেই রমণী
আমারি গুণ ধরবে টানি
তারেই আমার ঘরে নেব
করব মনের রাণী।।


পরশে যার সোনা ফলে
অধরে যার চন্দ্র দোলে
তার হাসিতে বিলীন হব
সুযোগ যদি মেলে।।


অলক চঞ্চল বায়ে ওড়ে
কেশ বাসে ভুবন ভরে
চিকুরগোছে বাঁধা রবো
যাবৎ জীবন ধরে।।


গহন কালো আঁখির পরে
নিত্য নতুন স্বপন ঝরে
সেই নয়নে নিলীন হব
চিরদিনের তরে।।