অঞ্জলি ভরি কি আনিব প্রভু
                  আমার পাত্র রিক্ত।
তাই আনিয়াছি হৃদয়-মন-তনু
                  নয়ন জলে সিক্ত।
জগতে আমার বলিতে কী আছে প্রভু
                  সকলই তো তোমার দান।
তুমি যাহা দিয়াছ; তোমারে তার কি দেব
                  দিনু স্বার্থের বলিদান।
হিংসা-দ্বেষ-কালিমা যাহা কিছু আছে মনে
                  সঁপিলাম তব চরনে।
আপনারে শুদ্ধ ক'রে তুলিব এই ক্ষণে
                  অনুতাপের অগ্নি দহনে।
আপনার হৃদয় ক্ষুদ্র শুভ্র পুষ্প করি
                  তুলিয়া ধরিব আজ।
ধন্য করো মোরে গ্রহন করি, ওহে নিরঞ্জন
                  পরাও ক্ষমার তাজ।
আজিকার এই লগ্নে সকল বাঁধা টুটিয়া
                  নিজেরে করিনু সমর্পণ।
জগতের ভালো করি যেন আমি, দেহে
                  প্রাণ আছে যতক্ষণ।