ও ভোরের হাওয়া ও শান্ত সমীর
তোমার চলার পথে ক্ষণিক থেমে
আমার দুটি কথা নেবে কি শুনে?


তুমি কোথা হতে এলে কোথায় যাবে?
যাবার পথে কি মোর বন্ধুর বাড়ি পাবে?
যদি তারে পাও বলে দিও, আমি  ভালো আছি!
সে যেন থাকে সুখে....


আমি বলেছিলাম, তারে ছাড়াও আমি ভালো রবো
সে বলেছিল, মরেই যাবে....
অথচ কবেই আমায় ফেলে দিব্যি গেছে চলে!
তারে বলে দিও আমি আছি একলা এখনো
আছি কুশলে!
সে যেন থাকে সুখে....