আলেয়াকে আলো ভেবে ছুটে গেছি আমি
মূর্খতায় ভর করে নিরবে নরকে নামি।
গুরুত্বহীন যেথা আমি সেখানে যাই ছুটে
যে বন্ধনে বাঁচে পরাণ তারে ফেলি টুটে।
অবোধ আমি অবহেলে নিজ্ মান ভুলি, শেষে
আঘাত পেয়ে আঁখি নীরে সমিত ফিরে আসে।
যারে পেতে আকুল পরাণ তারি তরে কাঁদি
সে আমাকে রেখেছে হায় অবজ্ঞাতে বাঁধি।
যেচে ছুটি দুঃখ পেতে বারংবার তার দ্বারে
যে আমাকে ভালবাসে তাকে রাখি দূরে।
ভালবাসো তাকে শুধু যে প্রেম নিয়ে আসে
হাতে ধরে পুষ্পমালা নয়ন জলে ভাসে।