আমার নিশীথ পোহায় স্মৃতির পাতায় পরশ দিয়ে
যেথা সুখ আছে কিছু দুখ আছে গর্বের ভাষা আছে
আছে লাল নীল সাদা কালো রঙ আছে দূরন্ত বেলা
ভাঙাগড়া খেলা, হাসি-কান্নার অকারণ মেলা আছে।
অতি অল্পের সুখ আছে ভাই, আছে সামান্যে' ব্যথা
আছে অবসাদ বিষম বিষাদ অবুঝ মনের সাধ
তারা ভরা রাত, গল্প আসর, উৎসুক কচি মুখ
আছে রাজা রানি রাজার কুমার হাতি ঘোড়া সভাসদ।
দুষ্ট কাজের প্রশ্রয় আছে ঠাকুমার মিছে রাগে
কাঠফাটা রোদে ছুটোছুটি মাঠে বেলা অবেলার খেলা
অল্প পানির ঘোলাটে পুকুরে ঝাঁপাঝাপি অবিরাম
মায়ের বকুনি লাঠির প্রহার আছে আরো কানমলা
আছে পড়াফাঁকি স্যারের বকুনি বেতের আঘাতসহ
কাস্তে, কোদাল, চালন, বড়শি কত কী সরঞ্জাম
রাতজাগা গান- কবি, কীর্তন, যাত্রাপালার দল
আছে হাসি গান, ঠাট্টা-আড্ডা, অকারণ গ্যাঞ্জাম।
ফেলে আসা দিন পরিচিত মুখ ছায়ার মতন আসে
দুই চোখ জুড়ে ভিড় করে তারা কত যে গল্প বলে
সেসব গল্প যতটা সুখের ততটা প্রাণের কাছে
কিছু সুন্দর সমাপ্তিহীন বেদনার কথা বলে।