এই গোধূলির প্রাক্কালে
আকাশের কান্না দেখি অবাক চোখে
ছোট বড় ফোঁটাগুলো অচিহ্নিত থাকে,
বাষ্পের মতো উড়ছে শুধু।
মরুজ্বালা বাঁধা বুক কান্নার জলে শান্তি খোঁজে।
আমি বাষ্পে ভেজাই চোখ -
মানুষ খুঁজি না আর, যখন বৃষ্টিই হলো সমব্যথী।